প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
ঠিকাদার প্রথা বাতিল ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে আউটসোর্সিং কর্মীদের আমরণ অনশন কর্মসূচি

বাংলার প্রতিচ্ছবি : বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বিনা অপরাধে চাকরিচ্যুতদের পুনর্বহাল, ঠিকাদার প্রথা বাতিল, বকেয়া বেতন পরিশোধসহ শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের উদ্যোগে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ আউটসোর্সিং কর্মীরা বাংলার প্রতিচ্ছবি কে বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি, কিন্তু প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবি ন্যায্য বলার পরেও তা উপেক্ষা করে আসছেন। উপরক্ত, শ্রমিকদের দমন-পীড়নের মাধ্যমে আমাদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
তাদের প্রধান দাবিসমূহ:
- সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের ঠিকাদার প্রথা সম্পূর্ণরূপে বাতিল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে আত্তিকরন করতে হবে।
- বিনা অপরাধে চাকরিচ্যুত সকলকে পুনর্বহাল করতে হবে।
- বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি অবিলম্বে পরিশোধ করতে হবে।
- শ্রমিকদের উপর হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
- শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় একটি কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
তারা আরও বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি আমাদের দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করা না হয়, তাহলে আমরা অনশন চালিয়ে যাব এবং এর সকল দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে।
এবং তারা সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন এই অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠনে ভূমিকা রাখে এবং তাদেদের সংগ্রামের চিত্র দেশবাসীর সামনে তুলে ধরা হয়।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি